স্টাফ রিপোর্টার : সিনেমা বাংলাদেশের উদ্যোগে আগামী ৫,৬ ও ৭ সেপ্টেম্বর ২০১৯ ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিনদিনব্যাপি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “ গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’। এ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে বিশ্বের ১০১ টি দেশের তরুণদের নির্মিত প্রায় ১৭০০ টি চলচ্চিত্র। যার মধ্য থেকে ৩৫ টি দেশের নির্বাচিত ৭৪ টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
আগামী ৫ সেপ্টেম্বর চলচিত্র উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সভাপতিত্ব করবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এছাড়াও বিভিন্ন দেশের তরুন চলচ্চিত্র নির্মাতাদের পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আগামী ৭ সেপ্টেম্বর সমাপনী দিনে বিচারকদের রায়ে পুরস্কার প্রাপ্ত সেরা ৮টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। দেশ-বিদেশের তরুণ ৫০জন নির্মাতাদের অংশগ্রহণে চলচ্চিত্র নির্মাণ কর্মশালার অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসূন রহমান, জসীম আহমেদ, কথা শিল্পী সাদাত হোসাইন প্রমুখ। উৎসবের ‘আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে’ প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজকরা এ তথ্য প্রদান করেন। সংস্কৃতি কর্মী কাজী আজাদ জাহান শামীমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ, নাট্যকার আবুল মনসুর, উৎসব প্রযোজক হেমন্ত সাদীক, সমন্বয়ক আসমা আক্তার লিজাসহ তরুন চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ময়মনসিংহে এটি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।