ময়মনসিংহে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

Bidduth-বিদ্যুৎস্পৃষ্টে-Electricity-Shock-Warning-Risk-Of-Dead currentময়মনসিংহের নান্দাইল পৌরশহরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোলন চৌহান (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ মে) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে পৌরসভার ভূমি অফিস সংলগ্ন চারআনি পাড়া মহল্লায়। নিহত দোলন একই এলাকার মৃত জগোরো চৌহানের ছেলে। নিহত দোলনের দুই মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, দোলন চৌহান স্থানীয় ভূমি অফিসে আউটসোর্সিংয়ে অফিস সহকারী হিসেবে কাজ করতো। অফিসের কাছে তাঁর বাসা। আজ সকালে তিনি ঘুম থেকে উঠেই বসতঘরের লাগোয়া নির্মাণাধীন একটি মার্কেটের টিনের চালের উপর উঠে নিজের আম গাছের একটি ডালের পাকা আম পাড়াতে যান। এ সময় কাছ দিয়ে যাওয়া একটি জেনারেটরের বিদ্যুৎ সংযোগের প্লাস্টিকের কভার খোলা তারে স্পর্শ লাগে তাঁর শরীর। এতে ছিটকে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share this post

scroll to top