বর্তমান সরকার ১ম দফায় কিছু ভোট পেয়ে ক্ষমতায় এসেছে, ২য় দফায় ভোট বিহীন ক্ষমতায় এসেছে এবং সর্বশেষ গত ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
মোয়াজ্জেম হোসেন আলাল আরো বলেন, ৭১ সালে পাকিস্তানীদের পাহাড়ায় যারা পরিবারকে এদেশে রেখে গেছেন তারা এখন মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বেড়াচ্ছে ‘লাগবে মুক্তিযুদ্ধের চেতনা, লাগবে মুক্তিযুদ্ধের চেতনা’?
আজ শনিবার রাজধানীর মনি সিংহ মিলনায়তনে বাংলাদেশ কল্যান পার্টির ৪র্থ কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।
দেশে চোরের রাজত্ব চলছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, কিছুদিন পরে আওয়ামী লীগকে মানুষ চোর বলে ডাকবে।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার এদেশের মানুষের ভোটের অধিকার এমনভাবে হরণ করেছে, এখন আর মানুষ ভোট কেন্দ্রে যায় না। মসজিদের মাইকে ভোটারদের ডাকা হচ্ছে।
নির্বাচন কমিশন ভোটারদের ভোট কেন্দ্রে আনতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করে আলাল বলেন, নির্বাচন কমিশন (ইসি) এখন কবিতা পড়ে, ‘ভোটার ভোটার ডাক পারি। ভোটার গেছে কার বাড়ি? আয়রে ভোটার ফিরে আয়! ভোটের বাক্স খালি যায়’।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে তিনি বলেন, যারা বলেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা এখানে এসে দেখে যান আমাদের ২০ দলের মধ্যে ঐক্য কতটা শক্তিশালী।