গত মাস থেকে ভারতের বিপদ কাটছেই না। কখনো পাকিস্তান বাহিনীর হামলায় বিমান বিধ্বস্ত হচ্ছে, আবার কখনো মাঝ আকাশে নিজেদের মধ্যেই সংঘর্ষে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, একই সময়ে পাখির সাথে ধাক্কা লেগেও বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও ঘটেছে।
এর মধ্যেই গত শুক্রবার রাত দশটর দিকে ভয়াবহ আগুন লেগে যায় একটি গবেষণা জাহাজে। শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন ওই গবেষণা জাহাজটির নাম সাগর সম্পদ। আগুন লাগার পর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দুটি জাহাজ গিয়ে সেখানে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে।
উদ্ধারকৃত লোকজনের মধ্যে ১৬ জন বিজ্ঞানী ছাড়াও ৩৬ জন কর্মী ছিল। পরে রাত দেড়টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে।
অবশ্য নিউ ম্যাঙ্গালোর হারবারে রাখা এই জাহাজটিতে কেন আগুন লাগল, তার কারণ এখনো জানা যায়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস