চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমান সংখ্যক পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত দুই প্যানেলের প্রার্থীরা। সমিতির ১৯টি পদ রয়েছে। যার মধ্যে সভাপতিসহ ৯টি পদে জিতেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জিতেছে। বাকি একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী।
সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থী বদরুল আনোয়ার এক হাজার ২৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহম্মদ পেয়েছেন ৮০২ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আইয়ুব খান এক হাজার ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্যানেল সমমনা সংসদের অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম চৌধুরী টিপু পেয়েছেন ৮৩৮ ভোট।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে বিএনপি সমর্থিত মো: ইসহাক, সহসভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মো: রফিকুল আলম, সহসাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো: রাশেদ ফারুকী, অর্থ সম্পাদক পদে বিএনপি সমর্থিত রফিকুল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিএনপি সমর্থিত জেবুন্নাহার লীনা, পাঠাগার সম্পাদক পদে সমমনা প্যানেলের ভাস্কর রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো: হাসান মুরাদ জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের পাঁচজন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পাঁচজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে তিন হাজার ৪২৬ জন ভোটারের মধ্যে দুই হাজার ৭৩৩ জন ভোট দেন। এর আগে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের পর রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে আইনজীবীদের ৪টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।