দিনাজপুরের নবাবগঞ্জে মোনতাজ আলী (৫০) নামে এক গাজা সেবনকারী গাঁজা কেনার টাকা না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পারহরিনা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে গাঁজা সেবন করার জন্য তার স্ত্রীর কাছে থেকে তিনি টাকা চান। টাকা না দিলে কথাকাটি হওয়ার এক পর্যায়ে স্ত্রী ও ছেলে আশরাফুল ইসলাম(খরু) কে মারধর শুরু করে তিনি। মার খেয়ে তার ছেলে আশরাফুল ইসলাম (খরু) অজ্ঞান হয়ে পড়েন। এদিকে রাত ১ টার দিকে মোনতাজ আলী ঘরে এসে বরগার সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এ সময় বাড়ীর লোকজন চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে দ্রুত মাটিতে নামান। তাবে সেখানেই তিনি মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। কি কারণে এ আত্নহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।