মুন্সীগঞ্জে অতিরিক্ত মদপানে ৩ নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় অতিরিক্ত মদ পানে তিন নারীর মৃত্যু হয়েছে। বাল্মীকি সম্প্রদায়ের এ তিন নারীর দু’জন আপন বোন, অপরজন তাদের ফুফু।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন নারীর মৃত্যু হয়। গতকাল রাতে তারা অসুস্থ হয়।

নিহত তিনজনের নাম চামেলী, চায়না ও জোসনা। চামেলী ও চায়না আপন বোন। জোসনা তাদের ফুফু।

একই ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন চামেলীর স্বামী মন্টু।

হতাহতরা সবাই গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুজনই ওই শিপইয়ার্ডের ভেতরেই থাকতেন।

গতকাল শুক্রবার চামেলীর বোন চায়না ও পিসি জোসনা সেখানে বেড়াতে আসেন। এরপর গতকাল রাত ১১টার দিকে তারা সবাই মিলে মদপান করেন। মধ্যরাতের দিকে তারা অসুস্থ হয়ে পড়েন। তখন তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ওসি আরো বলেন, সেখানকার চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে চামেলী ও চায়না মারা যান। দুই ঘণ্টা বাদে দুপুর ১২টার দিকে মারা যান তাদের ফুফু জোসনা। চামেলীর স্বামী মন্টুর অবস্থাও আশঙ্কাজনক।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top