শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর বন্দর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর সাড়ে ৬টা দিকে ভোজেশ্বর বন্দর বাজারের বড় মসজিদের কাছে একটি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা শরীয়তপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই আগুনের লেলিহান শিখায় সবুজ মাদবরের জুতার দোকান, রফিক রাজের জুতার দোকান, সেকেন্দার চকিদারের হোটেল ও বোরহান শেখের তৈরী পোশাকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে আমাদের ধারণা।