দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে সোমুয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি গ্রামে হরিজন সম্প্রদায়ের এক শিশু বাড়ির ধারে ডোবার পাশে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাঙ্গামাটি গ্রামের রিদয় এর ছোট মেয়ে।
নিহত সোমুয়ার মা পপি বলেন, প্রতিদিনের মতো বাড়ির পাশে সে খেলা করছিলো। খেলতে গিয়ে ডোবায় পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু সামুয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে সামুয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হরিজন পল্লিতে। সামুয়ার মা, বাবা ও তাদের স্বজনদের আহাজারীতে ভারি হয়ে উঠে হরিজন পল্লী।