ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম মুক্তাগাছার সোনারগাঁ এলাকার বাসিন্দা। গত ১৬ মে তার কোভিড পজেটিভ শনাক্ত হয়।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭জনের। যাদরে মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদরের রয়েছেন ১১জন, ভালুকার ১জন, ত্রিশালের ২জন, ঈশ্বরগঞ্জের ১জন, ফুলপুরের ১জন ও মুক্তাগাছার ১জন(মৃত)।
এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬১২৮জন ও মারা গেছেন ৭৬জন।