সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে ইসমাইল হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদরাসার পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ইসমাইল হোসেন পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদরাসায় ইসমাইল হোসেন পড়াশুনা করতো এবং মাদরাসার বোর্ডিং থাকতো। তার মৃগী রোগ ছিল। ভোরে পুকুরে ওজু করতে গিয়ে পানিতে পড়ে যায়। সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মাদরাসার পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে।