শেখ হাসিনার বাংলাদেশে চোর-ডাকাত থাকতে পারবে না : আইজিপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো চোর-ডাকাতের স্থান হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে, অর্থনৈতিক উন্নয়নের দেশে কোনো চোর-ডাকাত থাকতে পারবে না।

বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আত্মসমর্পণ করা জলদস্যুরা যেন সমাজের মূলধারায় ফিরে আসতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আইজিপি।

বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সচেতন হতে বলেন আইজিপি। বিষয়টির সমালোচনা করে পুলিশ প্রধান বলেন, কিছু কুলাঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না। যে কোনো তথ্য যাচাইয়ে ৯৯৯ এ ফোন দিন, আমরা আপনাদের পাশে আছি।

স্বাভাবিক জীবনে ফিরে আসতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলিসহ ৩৪ জলদস্যু আত্মসমর্পণ করেছেন। এসময় ৯০টি অস্ত্র এবং ২০৫৬ রাউন্ড গুলি জমা দেন দস্যুবৃত্তিতে জড়িতরা।

Share this post

scroll to top