সিরাজগঞ্জে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩জন নিহত হয়েছেন। শনিবার ভোর সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন টাঙ্গাইলের এনায়েতপুরের ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিকআপ চালক একই জেলার সন্তোষ গ্রামের রাজু হোসেন (২৭)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে বরই বোঝাই একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। চলন্ত অবস্থায় একপর্যায়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বরই ব্যবসায়ী ইদ্রিস আলী ও তার ছেলে মঞ্জু এবং পিকআপ চালকসহ তিন জনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। পরে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর পরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।