গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে প্রায় ১৮৩টি ঘর ভস্মীভূত হয়।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল হামিদ জানান, ভোর রাতে আনোয়ারা বেগমের মালিকানাধীন চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমের মালিকানাধীন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, খবর পেয়ে ইপিজেড থেকে ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিনের ১৮৩টি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ওই বাসা বাড়ি ও আসবাবপত্র পুড়ে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।