চাঁদপুর সদর উপজেলার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দেবপুর গ্রামের মৌলভীবাড়িতে এই ঘটনায় নিহতদের মধ্যে দুটি শিশু সন্তান রয়েছে। নিহতরা হলেন মাইনুদ্দীন (২৬), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৪), তাঁর দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)।
স্ত্রী, সন্তানদের হত্যার পর মাইনুদ্দীন সর্দার আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হচ্ছে। পারিবারিক কলহে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।