ঢাকাThursday , 18 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বর্জ্য অপসারন নিশ্চিত করনে ভ্যান প্লাস্টিক ড্রাম বিতরন

Link Copied!

mymensingh brac pic (1)ময়মনসিংহ নগরীর ২০ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারন নিশ্চিত করনে দুইটি রিকশা ভ্যান ও ৫০ টি প্লাস্টিক ড্রাম বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ড কার্যালয়ে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এসব বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোস্তাক আহাম্মেদ, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোস্তাক আহাম্মেদ বলেন, ব্র্যাক করোনা দুর্যোগে সারা দেশের ন্যায় ময়মনসিংহে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের কল্যাণে সবসময় তারা কাজ করছেন। এর ধারাবাহিকতায় করোনার কথা চিন্তা করে সুষ্ঠ বর্জ্য নিশ্চিতকরনে ২ টি রিকশা ভ্যান ও ৫০ টি প্লাস্টিক ড্রাম এবং ভ্যান চালকদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন। এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলেও জানান মোস্তাক আহাম্মেদ।

ব্র্যাকের এমন উদার মানসিকতার কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিতকরনে কাজ করে যাবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।