ঢাকাMonday , 3 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এমন সামান্য ভুলে আগে কারো মনোনয়ন বাতিল হয়নি : রনি

Link Copied!

পটুয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি বলেছন, সামান্য ভুলে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। অতীতে এ ধরনের ভুলে কারো মনোনয়ন বাতিল করা হয়েছে এমন রেকর্ড নেই।

সোমবার নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন এই নেতা। এ ব্যাপারে আশাবাদী রনি বলেন, আমি মনোনয়ন ফিরে পাব, ইসি আমার প্রতি ন্যায় বিচার করবে বলে আশা করি।

এর আগে এই নেতা বলেন, আমার মনোনয়নপত্রে সামান্য একটা ভুল ছিল। অতীতে এমন ভুল করলে যাচাই বাছাইয়ের সময় তাৎক্ষণিক সংশোধনের সুযোগ দেয়া হত; কিন্তু আমারটা সরাসরি বাতিল করা হয়েছে। ‍আশা করছি আমার মনোনয়নও বাতিল হবে না। নির্বাচন কমিশনে ন্যায় বিচার পাব।

সদ্য বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগের সাবেক এই এমপি জানান, প্রার্থিরা যে একটি সম্পূরক ডকুমেন্ট জমা দেয় সেটি হল নোটারি পাবলিকের হলফনামা। নির্বাচন কমিশনে হলফনামাতে যে তথ্যগুলো আমরা দিই, সেই তথ্যগুলোই আবার নোটারি পাবলিক করে জমা দিতে হয়। আমরা যেটার দুটো কপি করেছিলাম। একটি কপি গলাচিপাতে জমা পরেছে, আরেকটি কপিতে ভুলক্রমে আমার স্বাক্ষর পরেনি। যেটিতে সাক্ষর পরেনি সেটি মূল কপি বলে জানান তিনি।

তিনি বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এ রকম ভুল ধরা পরলে বলা হত এখানে স্বাক্ষর করে দেয়ার জন্য। এখন সেই স্বাক্ষরের সুযোগ না দিয়ে আমাকে সরাসরি বলা হলো আপনার মনোনয়নপত্র বাতিল। আমি সেটি মেনে নিয়েছি, এখানে বিধি মোতাবেক সার্টিফাইট কপি নিয়ে এসেছি।’

দল পরিবর্তন করার কারণেই এই সামান্য ভুলে প্রার্থীতা বাতিল হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না এখন। ইসিতে আমি বিচার প্রার্থী। আশা করি ন্যায় বিচার পাব। আপাতত এটুকুই বলবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।