ঢাকা টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে রাজত্ব চলছে তাইজুল ইসলামের। ইতোমধ্যে চারটি উইকেট ঝুলিতে নিয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। একটি নিয়েছেন তরুণ মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে এই তরুণই ছড়ি ঘুরাবেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকইনফোর এক ধারাভাষ্যকার বলেন, ‘আমার মনে হচ্ছে, ঢাকা টেস্টের পঞ্চম দিনে রাজত্ব করবেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে তিনি এই কাজটিই করেছিলেন। দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। এবারো এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ ৫২২ রানের পাহাড়সম ইনিংস গড়েছেন।’
২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই রেকর্ড গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসেই শিকার করেছিলেন ৬ উইকেট।