স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার তারাকান্দায় এক সমাবেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। আরো বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আ: হেকিম মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াছিন আলী, মোস্তাদুল খান, আ: রাজ্জাক, আ: মান্নান, যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ প্রমুখ।