ঢাকাWednesday , 17 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দুর্গাপূজার মহা অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী ও কুমারী পূজা গতকাল বুধবার সকালে ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন ও আশ্রমে অনুষ্ঠিত হয়েছে। এক বালিকার মধ্যে শুদ্ধাত্মা নারীর রূপ চিন্তা করে সনাতন ধর্মীরা তাকে ‘দেবী’ জ্ঞানে পূজা করবে এবং পুণ্যার্থীরা কুমারী মায়ের সামনে প্রার্থনায় সমবেত হবেন। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি এদিন সকালে রামকৃষ্ণ মিশন ও আশ্রমে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী পূজা ও কুমারী পূজা পরিদর্শন করেন এবং তিনি বলেন ধর্ম যার যার আনন্দ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে সকলে মিলে মিশে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। এসময় ফকরুল ইমাম এমপি, সালাউদ্দিন আহম্মেদ মুক্তি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ সহ প্রশাসনের কর্মকর্তা ও পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কুমারী পূজা উপলক্ষে সকাল থেকেই রামকৃষ্ণ মিশন ও আশ্রমে পূজারীদের ভিরে উৎসবের আমেজ ছড়িয়ে পরে। ময়মনসিংহ নগর সহ জেলার সর্বত্র সাজ সাজ রব ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মপ্রান পূজারীগণ মায়ের পায়ে পুষ্পাঞ্জলী দিতে ভির করেছেন আশ্রমে। পূজারীগণ অশুর শক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পায়ে পুস্পাঞ্জলী প্রদান করেন। এবারের কুমারী ছিলেন অর্ণা মজুমদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।