স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ পাটগুদাম ব্রীজ এলাকায় র্যাবের মাদক বিরোধী অভিযান পরিচালনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২ টায় ব্রীজ এলাকার স্মৃতিসৌধ প্রাঙ্গনের পরিত্যক্ত স্থানে র্যাবের মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা সেবনের দায়ে ৯জনকে কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় র্যাবের সহকারী পরিচালক এএসপি তফিকুল আলম ও তার টিম সহযোগীতা করেন।