শ্বাশুড়ির সাথে অভিমানে পুত্রবধূর আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় শ্বাশুড়ির সাথে অভিমান করে নাছিমা বেগম (৩০) নামের এক পুত্রবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার বেলা ১২টার দিকে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যৃ হয়। এর আগে ১১টার দিকে উপজেলার চরলাঠিমারা গ্রামের তার স্বামীর বাড়িতে বিষপান করেন।

নাছিমা পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে শাহ জালালের স্ত্রী ও ভোলা জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকার ইদ্রিস মিয়ার মেয়ে। নাছিমা বেগমের ২ বছরের মাহিয়াম নামের একটি সন্তান রয়েছে।

নাছিমার ফুফাত বোন রহিমা বেগম জানান, প্রায় ৪ বছর আগে পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের শাহ জালারের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বাশুড়ির সাথে কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে তার শ্বাশুড়ির সাথে কলহের কারণে ঘরে রাখা বিষ পান করে সে। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যৃ হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহবুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, নাছিমার বাবা-মা চট্টগ্রামে অবস্থান করায় তাদেরকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের অভিযোগে ভিত্তিতে মামলা নেয়া হবে।

Share this post

scroll to top