(মোহাইমীন, ময়মনসিংহ): ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নির্দেশে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের এ মাহবুব মুরাদ ও উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এতে মোট ৩ টি বড় আকারের বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান।