বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচারিক আদালতের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) রায়ের নথি পৌঁছেছে হাইকোর্টে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে লাল কাপড়ে মোড়ানো নথি পৌঁছে।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. শামসুদ্দিন ও অফিস সহায়ক মো. রিপন নথিগুলো নিয়ে আসেন।
পরে রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে ডেথ রেফারেন্সের নথি গ্রহণ করেন হাইকোর্টের নথি আদান প্রদান শাখার কর্মকর্তা ফারুক আহমেদ। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নুসরাত হত্যা মামলার রায় দেন ফেনী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে মামলার চার্জশিটভুক্ত ১৬ আসামিকে ফাঁসির হুকুম দেয়া হয়। এর আগে গত ৬ এপ্রিল পরীক্ষা দিতে আসলে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার সাইক্লোন সেন্টারের ছাদে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেন আসামিরা।