পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর পাংশায় পুকুরে গোসল করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃট হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকালে পাংশার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে। ঘটনার পর থেকে ওই এলাকায় পল্লী বিদ্যুৎ লাইন বন্ধ করে রাখা হয়েছে।

নিহতরা হলো, পূর্ববালিয়া গ্রামের আলম সেখের স্ত্রী জাহানারা বেগম (৫০), একই গ্রামের মিঠু সেখের মেয়ে মিথিলা (১৪) ও তার চাচাতো বোন ছাল্লেক সেখের মেয়ে শিউলী আক্তার (১৩)।

পুকুরে গোসল করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা হাসাপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ তিনটি তাদের জিম্মায় নিয়েছে। এ বিষয়ে পাংশা থানায় একটি মামলা হয়েছে।

রাজবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম আকতার হোসেন জানান, সোমবার বিকেলে পূর্ববালিয়া গ্রামের এলাত আলীর ছেলে দুলাল প্রামানিক তার বাড়ির একটি দেবদারু গাছ কাটলে, ওই গাছটি পাশের পল্লী বিদ্যুতের লাইনের ওপর গিয়ে পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে পুকরের গোসররত ওই তিনজনের গায়ে লাগে। আর এতেই গোসলরত ওই দুই শিশুসহ তিনজন বিদ্যুতায়িত হয়।

এ ঘটনা স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নেয়ার পথেই তিনজনই মারা যায়। এ ঘটনার পর থেকে ওই দেবদারু গাছ কাটা দুলাল প্রামানিক পলাতক রয়েছেন।

Share this post

scroll to top