আফগান তালেবানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান, চীন ও রাশিয়া। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয় পাকিস্তান, চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করার পর যৌথভাবে ওয়াশিংটনের প্রতি এই আহ্বান জানান।
বৈঠক শেষে পাকিস্তান, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা বলেন, আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের জন্য তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের শিগগিরই আলোচনায় বসা জরুরি। শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও অংশ নেন। বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদসহ অন্য তিনদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। খালিলজাদ দীর্ঘদিন ধরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছিলেন। কাতারের রাজধানী দোহায় বহুবার তালেবান প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেন।
খালিলজাদ তালেবানের সঙ্গে প্রায় শান্তি চুক্তি সম্পন্ন করে ফেলেছিলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আলোচনা স্থগিত করে দেয়ায় সে চুক্তি আর সম্ভব হয়নি। সূত্র : পার্সটুডে।