ঢাকাFriday , 9 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবারের জবাব হবে আরো কঠিন : পাকিস্তান

Link Copied!

ভারতকে কোনো রকম ‘মিস অ্যাডভেঞ্চার’ চালালে তার কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিং ধিলনের এক বক্তব্যের জবাবে এমন সতর্কতা দিয়েছেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

কানওয়াল জিৎ সিংয়ের বক্তব্যকে প্রত্যাখ্যান করে শুক্রবার টুইট করেছেন মেজর জেনারেল আসিফ গফুর। এর আগে কানওয়াল জিৎ সিং পাকিস্তানের বিরুদ্ধে এ মর্মে অভিযোগ আনেন, কাশ্মির উপত্যকায় শান্তি বিঘ্নিত করার সাথে জড়িত পাকিস্তান। তার এই বক্তব্যকে ডাহা মিথ্যা বলে অভিযোগ করেছেন আসিফ গফুর।

তার এমন বক্তব্যের জবাব দিয়েছে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। তিনি শুক্রবার সকালের দিকে টুইট করে ভারতের ওই বক্তব্যকে ভারত দখলকৃত জম্মু কাশ্মিরে ভয়াবহ ও নৃশংসতার বিষয় থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্য খাতে সরিয়ে নেয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন। আসিফ গফুর আরো বলেন, ভারত অধিকৃত কাশ্মির যখন মিডিয়ার কাছ থেকে ব্লাকআউট করা হচ্ছে, তখন বিদেশী মিডিয়া ও ইউনাইটেড নেশনস মিলিটারি অবজার্ভারস গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের (ইউএনএমওজিআইপি) জন্য আজাদ কাশ্মির মুক্ত করে দেয়া হয়েছে। তারা আজাদ কাশ্মিরে যেকোনো স্থানে যেতে পারেন। তিনি ভারতের লেফটেন্যান্ট জেনারেল ধিলনকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন- আপনারাও কি একই কাজ করতে পারবেন?

আরেক টুইটে আসিফ গফুর বলেছেন, ভারতীয় সেনাবাহিনী যেকোনো রকম ‘মিস অ্যাডভেঞ্চার’ চালালে ২৭ ফেব্রুয়ারির চেয়ে আরো কঠোর জবাব দেবে পাকিস্তান।

উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তানের বিমানবাহিনী। আটক করা হয় এর পাইলট অভিনন্দন বর্তমানকে। পরে তাকে ভারতের হাতে তুলে দেয় প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। আসিফ গফুর আরো বলেছেন, ভারতে হাজার হাজার সেনা কয়েক দশক ধরে কাশ্মিরিদের সাহসী সংগ্রামকে শুধু দমিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। বর্তমানে তারা যে উদ্যোগ নিয়েছে তাও সফল হবে না।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিংয়ের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তিনি কি মনে করেন যে পাকিস্তান কাশ্মির উপত্যকার আইনশৃঙ্খলা ভণ্ডুল করার চেষ্টা বৃদ্ধি করবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাশ্মির উপত্যকায় শান্তিতে বিঘ্ন করতে সব সময়ই জড়িত পাকিস্তানি সেনাবাহিনী ও পাকিস্তান। তাই তারা এমনটা করবে বলেই আমার মনে হয়। তা ছাড়া তারা সম্প্রতি যে বিবৃতি দিয়েছে তাতে কাশ্মির উপত্যকার সুনির্দিষ্ট বিষয়গুলোতে হুমকি দিয়েছে। আমরা এসব বিষয়ে নজর রাখব। কাশ্মির উপত্যকায় কেউ এলে এবং শান্তিতে বিঘœ ঘটানোর চেষ্টা করলে তাকে নির্মূল করে দেবো আমরা। ডন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।