ঢাকাFriday , 9 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় যাত্রীদের পদে পদে ভোগান্তি

Link Copied!

দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা থেকে ছেড়ে যায় বিভিন্ন রুটের বাস। বছরের প্রতিটি দিনই এ এলাকা দিয়ে অসংখ্য দূরপাল্লার বাস আর যাত্রীদের আসা–যাওয়ায় ব্যস্ত থাকলেও পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়তে উদ্যত যাত্রীদের জন্য শুক্রবার সকালের দৃশ্যটি ছিল ভিন্ন রকম। অসংখ্য তো যাত্রী আছেনই, কিন্তু নির্দিষ্ট সময়ে দেখা পাওয়া যাচ্ছে না কোনো বাসেরই। আবার সহসাই যে বাসের দেখা মিলবে, তেমন মনেও হচ্ছে না। নির্দিষ্ট সময়ের ৩-৪ ঘণ্টা পরেও বাসের দেখা মিলছে না।

বৃহস্পতিবার রাতের বাসের যাত্রীরা নিজেদের বাসে উঠতে পেরেছেন শুক্রবার সকালে। আবার শুক্রবার সকালের আলো ফুটতে না ফুটতেই যাদের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু হওয়ার কথা, তাদেরও একই অবস্থা। শুক্রবার সকালের বাসের পরিবর্তিত সময় হিসেবে কারোর টা দুপুর ১২টা, কারোর টা সাড়ে ১২টা বা দুপুর ১টায় ঘোষণা করা হয়েছে।

জানা যায়, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরা মানুষের চাপে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র যানজট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলায় দূরপাল্লার বাস সঠিক সময়ে ঢাকায় প্রবেশ করতে পারছে না। যার কারণে নির্দিষ্ট সময়ে দূরপাল্লার কোনো বাসই ঢাকা থেকে যাত্রা শুরু করতে পারছে না।

জানা যায়, আসন্ন ঈদে ঘরমুখো হাজারো মানুষের চাপ এখন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। বৈরি আবহাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বাস আর যাত্রীদের। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শুক্রবার ভোর থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। বিশেষ করে যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত ছোট গাড়ির চাপই সবচেয়ে বেশি।

শুক্রবার সকালেও বাস, ছোট প্রাইভেট গাড়ি, ঢাকা ফিরতি গরুর ট্রাকসহ সব মিলিয়ে প্রায় ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও থেমে থেমে বৃষ্টি ও বাতাসে নদী উত্তাল রয়েছে। এ কারণে ফেরি পারাপারে লাগছে বেশি সময়। ফলে ফেরি পার হতে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।

এদিকে ফেরি পারাপারের ব্যাপার না থাকলেও যানবাহনের ধীর গতির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের পাশাপাশি পশুবাহী ট্রাকের চলাচল কয়েকগুন বৃদ্ধি পাওয়ায় মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ রায়েজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকাল থেকে মহাসড়কের মির্জাপুরের ২০ কিলোমিটার এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় ধীর গতিতে চলাচল করছে। বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হওয়ায় মহাসড়কে নিয়োজিত পুলিশ সদস্যদের কাজ করতে কিছুটা অসুবিধা হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।