ঢাকাMonday , 5 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নিরব আশকোনার হজক্যাম্প

Link Copied!

দীর্ঘ একমাস হজযাত্রী আর তাদের স্বজনদের সরব উসস্থিতির পর সোমবার থেকে নিরব হয়ে গেছে আশকোনার হজক্যাম্প। বিকেল সোয়া তিনটায় ৩৭৭ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ৩৩৮৩ নং সর্বশেষ হজ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করার মধ্য দিয়েই শেষ হয়েছে এবছরের হজ ফ্লাইট। ইতোমধ্যে সব হজযাত্রী চলে গেছেন মক্কায়। আর এর মাধ্যমেই নিরবতা চলে এসেছে হজক্যাম্পে।

মাত্র একদিন আগেও যেখানে শত শত হজযাত্রী আর তাদের স্বজনদের পদচারণায় মুখর ছিল হজক্যাম্প অথচ সোমবার দুপুরের পর থেকেই এক অচেনা রূপে ফিরেছে এলাকাটি। ভেতরে বাইরের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনিও আর নেই। হজক্যাম্পের বাইরের কারপার্কিং এর এলাকাটি যেখানে ঠাসা থাকতো গাড়িতে সেখানেও নেই কোনো গাড়ি। দুটি পুলিশের গাড়ি ছাড়া আর কোন গাড়িও নেই সেখানে। ভেতরের বেশ কয়েকটি হজযাত্রী সহায়তা কেন্দ্রও চলে যাচ্ছে তাদের মালামাল নিয়ে। তবে পুলিশ আর র‌্যাব এর দুটি কন্ট্রোল রুম এখনো রয়েছে। তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হজক্যাম্পের মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে মুসুল্লীদের উপস্থিতি বারান্দা পর্যন্ত গড়ালেও এখন সেখানেও শূণ্যতা। মাত্র কয়েক কাতার মুসুল্লী নিয়েই ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে। দুটি খাবার হোটেলেও নেই কোনো ক্রেতা। অস্থায়ীভাবে স্থাপিত বিভিন্ন ব্যাংকের বুথ অফিসগুলো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হজক্যাম্পের নিচ তলা থেকে শুরু করে দ্বোতালা, তিনতলা, অন্যান্য ফ্লোরের ডরমেটরিও এখন লোকজন শূন্য। ঢাকা হজ অফিসের অধিকাংশ কর্মকর্তাও আজই হজে চলে গেছেন। ফলে দাপ্তরিক কাজেরও কোন ব্যস্ততা নেই এখানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।