ঢাকাMonday , 5 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ে ষড়যন্ত্র চলছে : স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে আজ ডেঙ্গু নিয়ে ষড়যন্ত্র চলছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ।’ তিনি বলেন, এ নিয়ে অনেক কথাবার্তাও চলছে। ডেঙ্গু দেশে আগেও ছিল। তবে এবার এর প্রকোপ বেশি। পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যে দেশে ডেঙ্গু নেই। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। দেশে ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে। নতুন ওষুধ আনা হচ্ছে, যা দিয়ে নতুন ধরনের এই মশাকে নিধন করা সম্ভব হবে।’ রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী তার বক্তব্যে ডেঙ্গুর পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘এ পর্যন্ত দেশে ২৫ হাজার লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ১৮ হাজার ব্যক্তিকে আমরা সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মাত্র সাত হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। রোববার সারাদেশে মাত্র ১৯ শ’ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।’

ডেঙ্গু মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেও দুদিন পরপর আমার সঙ্গে ডেঙ্গু নিয়ে কথাবার্তা বলছেন। তার নির্দেশে ডেঙ্গুর বিরুদ্ধে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– মানিকগঞ্জ-২ আসনের এমপি দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ, জেলা বারের সভাপতি ও সাঁটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম আপেল, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।ডেঙ্গু নিয়ে ষড়যন্ত্র চলছে : স্বাস্থ্যমন্ত্রী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।