ঢাকাSunday , 4 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের সাথে প্রতারণা করলে ছাড় পাবেন না : ধর্ম প্রতিমন্ত্রী

Link Copied!

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, `হজযাত্রীদের সাথে প্রতারণা করলে কেউই ছাড় পাবেন না।‘

তিনি বলেন, প্রতি বছরই হজযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সম্ভব সব ধরনের চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ রোববার সকালে আশকোনার ঢাকা হজ অফিসে ২০১৯ সালের হজ কার্যক্রম বিষয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসরকারি বিমান  পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান,  ঢাকা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাস, হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ  হাব এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলীম, হাব নেতা মাওলানা ফজলুর রহমান প্রমূখ।

 প্রতিমন্ত্রী বলেন, এবছর দেশের স্বনামধন্য ৫৮ জন আলেম আমাদের সাথে হজে যাচ্ছেন। অনেকে মিথ্যা প্রচারণা চালিয়েছিল যে, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে মসজিদে আযান হবে না, নামাজ হবে না। তাদের সেই অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে। সব আলেমরাই এখন সম্মানীত হচ্ছেন। আলেম সমাজের মাঝেও কোন বিভেদ নাই। বিশ্ব ইজতেমা নিয়ে একটু সমস্যা ছিল সেই বিশ্ব ইজতেমাও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।