মুহুরী-কহুয়া নদীর বাঁধ নির্মাণে ৮১৪ কোটি টাকা বরাদ্ধের ঘোষণা

সম্প্রতি বন্যায় ধসে যাওয়া ফেনীর সীমান্তবর্তী মুহুরী-কহুয়া নদীর বাঁধের ভাঙন এলাকা শনিবার দুপুরে পরিদর্শন করে বাঁধের স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য ৮১৪ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম । ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী-কহুয়া নদীর বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয় ।

জানা গেছে, ভারত থেকে আসা পহাাড়ি ঢলের পানির তোড়ে প্রতি বছর বর্ষার মওসুমে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে বয়ে চলা মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙ্গে তিন উপজেলার কয়েক লাখ মানুষের ঘর বাড়ি, ফসলি জমির ক্ষেতে, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক সম্পদহানি ঘটে । ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে প্রতিবছর ক্ষয়ক্ষতির বিচারে ফেনীবাসীর দুঃখ হিসেবে পরিচিত মুহুরী ও কহুয়া ।

সম্প্রতি ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢরের পানি ও দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের ঘটনায় পরশুরাম ও ফুলগাজী এলাকায় মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙ্গে বিশটির বেশি গ্রাম বন্যার পানিতে তলিয় যায় । ভেসে যায় ঘরবাড়ি,মাছ ভরা পুকুর, ক্ষেত্রের ফসল। অবর্ণনীয় দুর্দশায় পড়েন নদীর তীরবর্তী বসবাসকরী ফেনীর তিন উপজেলার কয়েক লাখ মানুষ ।

শনিবার মুহুরী ও কহুয়া নদীর ভাঙন এলাকা সরেজমিন পরির্দশনে আসেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার,ফেনী ২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন নবী, আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির ত্রানবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল বাশার তপন,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম,ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী প্রমুখ।

পরিদর্শনে এসে পরশুরাম ও ফুলগাজীতে আলাদা সমাবেশে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাল,তেল,ডাল ও পেয়াজসহ ১৬ ওজনের একটি করে প্যাকেট বিতরণ করা হয় । বক্তব্যে জানানো হয় মুহুরী ও কহুয়া নদীর বাঁধের স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য ৮১৪ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি। সহসা বাঁধের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি,আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগোন্নয়নে আওয়ামীলীগ সরকার কাজ করবে ।

Share this post

scroll to top