ঢাকাSaturday , 3 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গুপ্তচর সন্দেহে তিন শ্রমিককে আটক করেছে ভারত

Link Copied!

তিন পাকিস্তানি গুপ্তচরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারত। ভারতীয় সেনার গোপন তথ্য পাচার করা হচ্ছিল, সেটা জানতে পেরেই হরিয়ানা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। এরা একাধিক স্পর্শকাতর তথ্য পাকিন্তানি হ্যান্ডলারের হাতে তুলে দিচ্ছিল বলেও দাবি করেছে ভারত।

আটককৃতরা হলো রাগিব, মেহতাব ও খালিদ। এরা সবাই উত্তরপ্রদেশের মুজফফরনগরে বাস করছিল। আর্মি ক্যান্টমেন্ট এলাকায় বিভিন্ন বিল্ডিং তৈরিতে শ্রমিকের কাজ করত তারা। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে গ্রেপ্তারের খবরে তাদের গ্রামে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডাকা হয়েছে পঞ্চায়েত বৈঠক। গ্রামবাসীর মধ্যে ক্ষোভ জন্মেছে এ জন্য যে, তারা হরিয়ানা গিয়েছেন কাজের সন্ধানে। আর এখন তাদেরকে পাকিস্তানি গুপ্তচর বলা হচ্ছে।

পরিবারের সদস্যরা বলছেন, তারা নিরপরাধ। মেহতাবের পিতা হানিফ বলেছেন, তারা শুক্রবার রাতে গ্রেপ্তারের খবর জানতে পারেন। তার মতে, মেহতাব হয়তো কিছু ছবি তুলে থাকতে পারে। তবে তার মধ্যে গুপ্তচরবৃত্তির কোনো ইচ্ছা থেকে সে এ কাজ করে নি। অন্যদিকে রাজিবের ভাই মুজাম্মিল তার ভাইকে গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে শুক্রবার নির্দেশিকায় বলা হয়েছে, গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে জানা গিয়েছে অমরনাথ যাত্রীদের টার্গেট করেছে সন্ত্রাসীরা। তাই যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বলা হচ্ছে, কাশ্মীর দ্রুত ছাড়ুন।

অমরনাথ যাত্রীদের নিশানা করে এই হামলার ছক কষা হয়েছিল বলে জানানো হয় ভারতীয় সেনার পক্ষ থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।