দুর্নীতির কারণে মানুষের কষ্ট বৃদ্ধি পাচ্ছে : ইনু

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন,রাষ্ট্র-প্রশাসনের স্তরে স্তরে জবাবদিহিতা-দায়িত্বহীনতা-দুর্নীতির কারণে মানুষের দুঃখ-কষ্ট বৃদ্ধি পাচ্ছে। তিনি রাষ্ট্র-প্রশাসনের সর্বস্তরে আইনের শাসন-সুশাসন প্রতিষ্ঠার জন্য সোচ্চার হওয়ার জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।
আজ বুধবার জাসদের দেশব্যাপী সুশাসন দিবস উপলক্ষে ঢাকা মহানগর পূর্ব জাসদ কর্তৃক পশ্চিম যাত্রাবাড়ী আল-ইসলাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে গতকাল মঙ্গলবার ইনু এ কথা বলেন।
ইনু এডিস মশার বিস্তার, ডেঙ্গুর প্রকোপ, অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে বেশ কয়েকজন মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি ডেঙ্গু আক্রান্ত অসুস্থদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ইনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোনো গাফিলতি, অজুহাত, একে অপরকে দোষারোপ শুনতে চাই না। ডেঙ্গু প্রতিরোধে এবং মানুষ বাঁচাতে সবাই একসাথে মাঠে নামুন। তিনি এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
জাসদ ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমুখ।

Share this post

scroll to top