পাকিস্তানি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১৭

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার সকালে পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
আইএসপিআরের বরাত দিয়ে দি নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডির রবি সেন্টারের কাছে আবাসিক এলাকায় ছোট সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১০ জন বেসামরিক নাগরিক, ৫ জন ক্রুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
নিহতদের মধ্যে লে. কর্নেল সাকিব, লে. কর্নেল ওয়াসিম, নায়েব সুবেদার আফজাল, হাবিলদার আমিন, হাবিলদার রহমতও ছিলেন।
২০১০ সালের পর এটি পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওইবার একটি এয়ারবাস বিধ্বস্ত হলে ১৫২ আরোহীর সবাই নিহত হয়।

Share this post

scroll to top