ঢাকাTuesday , 7 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

মুন্সীগঞ্জ র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় মহসিন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্য রাতে সদর উপজেলার রামশিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মো: সুজন মিয়া (৩৬) মিরকাদিম পৌরসভার গোবিন্দনগর বাশতলা এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে। সুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি ও ১১টি মাদক মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, রামশিং এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজন ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শেষে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ কনস্টেবল মহসিন আহত হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১ হাজার ৫০ ইয়াবা ট্যাবলেট ও দেড় হাজার টাকা জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্র জানা যায়, রাত ৩টা ৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় সুজনকে আনা হয়। নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।