ঢাকাMonday , 6 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় অস্ত্রবিরতিতে সম্মত ফিলিস্তিন

Link Copied!

ফিলিস্তিনি নেতারা সোমবার ভোর থেকে ইসরাইলের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। ২০১৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত নিরসনের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় অগ্রগতি। এ সংক্রান্ত আলোচনা সম্পর্কে অবহিত তিন কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে হামাস ও তাদের মিত্র গ্রুপ ইসলামি জিহাদের নেতারা জানান, মিসরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে।

মিসরের এক কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে এ চুক্তির কথা নিশ্চিত করেছেন।

ইসরাইলের এক নারী সেনা মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইল এর আগে কখনো এ ধরনের অস্ত্রবিরতি চুক্তির কথা প্রকাশ্যে নিশ্চিত করেনি।

গাজায় এএফপি’র এক সংবাদদাতা জানান, অস্ত্রবিরতির সময় থেকে সেখানের পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।