প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, দেশে দুর্নীতি থাকলে দারিদ্র্য দূর করা সম্ভব হবে না। টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই উন্নয়ন বাস্তবায়নে সবাই মিলে কাজ করতে হবে।
যশোরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার জিলা স্কুল অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
রিজভী আরো বলেন, নারী-পুরুষ বৈষম্য ভুলে সবাইকে পূর্ণ সুযোগ-সুবিধা দিতে হবে। তবেই মিলেনিয়াম ডেভেলপন্টে গোল অর্জন হবে। টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।
জেলা প্রশাসক আবদুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য ইসমাত আরা সাদেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
