ঢাকাWednesday , 1 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনাকারীদের এবার ‘গোমুর্খ’ বললেন তুষার

Link Copied!

জনপ্রিয় টিভি উপস্থাপক ও নাগরিক টিভির প্রধান নির্বাহী ডা. আবদুন নূর তুষার সম্প্রতি নড়াইল সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে মাশরাফির সমালোচনা করতে গিয়ে তুষার নিজেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে এবার সেইসব সমালোচনাকারীদের ‘গোমুর্খ’ বলে আরো একটি স্ট্যাটাস দিয়েছেন আবদুন নূর তুষার।

মঙ্গলবার বিকেলে আব্দুর নূর তুষার নিজের ভেরিফায়েড পেজে দেয়া স্ট্যাটাসে লেখেন-

“কিছু গোমুর্খ বলার চেষ্টা করছে আমি মাশরাফির বিরুদ্ধে কথা বলেছি। মোটেও না। আমি বলেছি ডাক্তাররা ফাজিল, তাদেরকে চাবকায়ে সোজা করা দরকার। তাদের মেরুদণ্ডহীন বলেছি।

আমি কেবল কিছু প্রশ্ন তাকে সংসদে করতে বলেছি যাতে সমস্যার সমাধান হয়। সংসদ সদস্য তো মাশরাফি, আমি না। প্রশ্নগুলি তিনি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। নাহলে দেখা যাবে কিছু সাসপেন্ড হলে আরো কিছু ডাক্তার আসবে। তারাও সাসপেন্ড হবে। সমাধান হবে না।

আমার লেখার লাইন থেকে লাইন পড়েন, একটা শব্দও পাবেন না যেখানে আমি কাউকে সমালোচনা করেছি।

সত্য অনেকেরই ভাল লাগে না।

সমস্যা কি সেটাও জানার দরকার নাই। সমস্যা না জানলে সমাধান কি করে হবে?

আমার লেখা ভুল হলে এটা নিয়ে এত কথার কি আছে? ইগনোর ইট। উপেক্ষা করেন।

আমার কথা ঠিক হলে সমস্যা দূর করার জন্য কাজ করেন।

সবচেয়ে অদ্ভুত হলো অনলাইন পোর্টালগুলি। নানা রকম হেডলাইন দিয়ে অন্যের স্ট্যাটাস পাবলিশ করে ক্লিক বাড়ায়।

আমি যা চেয়েছি সেটা কিন্তু করে ফেলেছি।

আপনারা সকলে সমস্যার পক্ষে বিপক্ষে কথা বলেছেন। চান বা না চান , চিকিৎসকদের সমস্যা নিয়ে ভেবেছেন।

আমি তো বলেছি আমার দোয়া মাশরাফির প্রতি , আল্লাহ যাতে তাকে আরো বড় করেন এবং প্রশ্নগুলি করতে পারেন।

আর কেউ পারলে তো আর তাকে বলতাম না।

গোমুর্খদের জন্য দোয়া। তারা বাংলা পড়ে অর্থ বুঝতে পড়ুক। তাদের বুদ্ধি হোক। তাদের জন্য দোয়া করলেও তারা মাইন্ড করে।

মাশরাফির জন্য চিরকালই দোয়া। সে সুস্থ থাকুক , আদর্শ নড়াইল, আদর্শ দেশ গড়ুক। বিশ্বকাপ জিতুক।

যদি পারে প্রশ্নগুলি করুক সংসদে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।