বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পুলিশের ওপর বোমা হামলা

রাজধানীর মতিঝিল থানাধীন বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় কর্তব্যরত পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাফিক পুলিশ ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে  বলেছেন, ‘আমাদের দুই ট্রাফিক পুলিশসহ তিনজন আহত হয়েছেন। কে বা কারা তাদের ওপর ককটেল হামলা করেছিল। আমরা হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি।’

এ প্রসঙ্গে পুলিশের অপর এক কর্মকর্তা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে অন্যান্য বিষয় আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান  বলেন, ‘ঘটনা আছে। সেটি নিয়ে আমরা কাজ করছি। তথ্য পরে দেওয়া হবে।’ সূত্রঃ বাংলা ট্রিবিউন

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top