ঢাকাMonday , 29 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আমিরের ব্যাপারে ওয়াসিম আকরামের হুঁশিয়ারি

Link Copied!

আগামী মাসে শুরু হওয়া বিশ্বকাপের আগে মোহাম্মদ আমিরকে হিসেবে না রাখার বিরুদ্ধে সতর্ক উচ্চারণ করে কিংবদন্তী ওয়াসিম আকরাম বলেছেন, বাজে সময় কাটিয়ে আবারো ফর্মে ফিরবে পাকিস্তানের এ পেস সুপারহেড।

বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি ২৭ বছর বয়সী আমির। তবে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী মে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করতে পারলে বিশ্বকাপের জন্য পাকিস্তান চূড়ান্ত ১৫ সদস্যের দলে এখনো তার ফেরার সুযোগ আছে।
আগামী ২৩ মে পর্যন্ত টিমগুলো বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে।

ম্যাচ ফিক্সিং কেলেংকারির কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞার কারণে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ মিস করার পর আসন্ন আসরটি খেলতে না পারটা হবে তরুণ এ বোলারের ক্যারিয়ারে আরেকটি দু:খজনক ব্যাপার।
নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরে বেশ ভাল পরফরমেন্স করছিলেন আমির। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১৪ রানে তার ৪ উইকেট শিকারের সুবাদে নাটকীয়ভাবে চিরপ্রতিদ্বন্দি ভারতকে হারিয়ে শিরোপা জয় করে পাকিস্তান। কিন্তু তারপরই যেন খেই হারিয়ে ফেলে।

তবে ওয়াসিম বলেন, এখনো তার বিশ্বাস এক পর্যায়ে আমির ফিরবেন।
বার্তা সংস্থা এএফপিকে ওয়াসিম বলেন, ‘বিশ্বকাপে আমরা আমিরকে হিসেবের বাইরে রাখতে পারি না।’
তিনি বলেন, ‘ইংলিশ কন্ডিশনে সে ভাল খেলে থাকে। সেই বিকেচনায় বিশ্বকাপের জন্য আমার প্রথম পছন্দ হতেন আমির। ’

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে টেস্ট এবং ইংলিশ কাউন্টি ক্রিকেট দুইদিক থেকেই সর্বোচ্চ পর্যায়ে আমিরের অভিজ্ঞতা আছে জানান ওয়াসিম।

পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন আমির বলেন, ‘আমি নিশ্চিত একবার ছন্দ ফিরে পেলে সে ভাল করবে।’
পাকিস্তান বিশ্বকাপ দলটি অনেকটাই তারুণ্য নির্ভর। কেবলমাত্র হারিস সোহেল ও সরফরাজ আহমেদ ২০১৫, শোয়েব মালিক ২০০৭ এবং মোহাম্মদ হাফিজের ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে।
ওয়াসিম আরো বলেন তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রনেই বড় বড় ইভেন্টগুলো জেতা যায়।

এ বছরের শুরুর দিকে পাকিস্তান সুপার লীগে আমিরকেকে নিয়ে কাজ করা ওয়াসিম আরো বলেন, ‘আমি সব সময়ই তারুণ্যের পক্ষে । তবে অভিজ্ঞতার কোন বিকল্প নেই। সুতরাং আমাদের উচিত অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রন ঘটানো। সে শিখতে চায়। সুতরাং আমি আশা করছি খুব শিগগিরই ভাল অবস্থায় ফিরবে। কেননা পাকিস্তান দলের তাকে প্রয়োজন আছে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ শুরুর আগে কাউন্টি দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেরবে পাকিস্তান।

৩১ মে নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে ২৪ মে আফগানিস্তান এবং ২৬মে বাংলাদেশের বিপক্ষে দু’টি অনুশীলন ম্যাচ খেরবে পাকিস্তান।
সূত্র : বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।