ঢাকাMonday , 29 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ফণি

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণি এখনো অনেক দূরে। গতকাল পর্যন্ত এটা চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ৬৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর প্রত্যক্ষ প্রভাব এখনো বাংলাদেশে নেই বরং তাপমাত্রা বেড়েই চলেছে দেশের কিছু অঞ্চলে। গতকাল রাজশাহী ও খুলনা বিভাগসহ ফরিদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ঢাকা ও রাঙ্গামাটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় থাকার পরও তা আজো অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রার বাড়ার কারণে ডায়রিয়া ও হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ডায়রিয়ার উন্নত চিকিৎসা দেয়া হয় মহাখালী আইসিডিডিআরবিতে। এই হাসপাতালের ডায়রিয়ার রোগী সেবা দেয়ার জন্য হাসপাতালের বাইরে তাবুর পরিধি আরো বাড়ানো হয়েছে। গত শনিবার রাত ১২টা পর্যন্ত এই হাসপাতালে ৭৪৮ জন রোগী এসেছেন চিকিৎসা নেয়ার জন্য।

গতকাল রাজশাহী বিভাগে দেশের সর্বোচ্চ ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যায়। খুুলনা বিভাগের চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সার্বিকভাবে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ আব্দুর রহমান।

ঘূর্ণিঝড় ফণি গতকাল রাতের মধ্যে আরো কিছুটা শক্তি সঞ্চয় করে ভারতের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকার আশঙ্কা রয়েছে। তবে এটা আজ সোমবার গতিপথ পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উত্তর-পূর্ব দিকে অগ্রসর হলে তা চলে আসতে পারে বাংলাদেশের দিকে। বাংলাদেশের দিকে আসতে থাকলে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে থাকবে প্রচণ্ড গতি। আবহাওয়া অফিসের কর্মর্তারা জানিয়েছেন, এটা শুরু থেকে অব্যাহতভাবে তাপ ও আর্দ্রতা সংগ্রহ করে শক্তিশালী হচ্ছে।
আমেরিকান, ইউরোপিয়ান ও কানাডিয়ান আবহাওয়া দফতরের তৈরি করা মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম অথবা আশপাশের এলাকা দিয়ে উপকূলে উঠে আসতে পারে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর সংলগ্ন ভারতের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

গতকাল ফণি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬২০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৭৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৬৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।