ঢাকাMonday , 29 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নিকাব নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

Link Copied!

নিকাব পরা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার। অর্থাৎ এর ফলে মুসলিম নারীরা তাদের বোরকার সাথে নিকাব(মুখ ঢাকার অংশ) পরতে পারবেন না। গত সপ্তাহে দেশটিতে ভয়াবহ হামলার ঘটনার পর নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার দ্বীপ দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রোববার এক আদেশে বলেন, মুখ ঢেকে রাখা যায় এমন সব পোশাক পরিধান বন্ধ রাখতে হবে।
ইস্টার সানডের ভয়াবহ ওই বোম হামরায় ২৫৩ জন নিহতও পাঁচ শতাধিক লোক নিহত হয়েছে।

তবে নুতন এই আদেশর ফলে মুসলিম নারীদের জন্য মুখ খোলা রেখে বোরকা ও হিজাব পরার ক্ষেত্রে কোন বাধা থাকবে না। সম্প্রতি দেশটির মন্ত্রী সভার বৈঠকে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে প্রস্তাব পাস হওয়ার পর এই ঘোষণা এলো। এরফলে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মুসলমান ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার যে পরামর্শ দিয়েছিলেন তা বাতিল হয়ে গেল।

গত সপ্তাহে দেশটির একজন এমপি বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা হয় এমন যেকোনো ধর্মীয় রীতি মেনে তৈরি পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব তুলেছিলেন। তিনি সিএনএনকে বলেন, তার বিশ্বাস মুখ ঢেখে রাখার ব্যাপারটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ। মুখ ঢেকে রাখার কারণে কাউকে চিহ্নিত করা খুব কঠিন হয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।