শপথ নিলেন কিশোরগঞ্জের ১০ উপজেলা চেয়ারম্যান

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী কিশোরগঞ্জ জেলার ১০ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এ এম আলী আজম।

গত ২৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তারা কিশোরগঞ্জ সদর, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, কুলিয়ারচর, হোসেনপুর, পাকুন্দিয়া, তাড়াইল ও করিমগঞ্জ থেকে জয়ী হয়েছেন।

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের স্বাগত জানিয়ে বিভাগীয় কমিশনার কে এম আলী আজম বলেন, ‘শপথ নেয়ার পর থেকে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। এখন থেকে আপনাদের সরকারের রীতি-নীতি মেনে দায়িত্ব পালন করতে হবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন, তা পূরণে কাজ করে যেতে হবে। জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে।’

১০টি উপজেলার মধ্যে মিঠামইন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ছোট বোন সদর ইউপি’র দু’বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম। তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিকলী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. ইসহাক ভূঁঞার ছেলে স্বতন্ত্র প্রার্থী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঁঞা জনি।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।

ইটনা উপজেলায় চেয়ারম্যান পুননির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পুননির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস।

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পুননির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু।

করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মো. নাসিরুল ইসলাম খান আওলাদ।

কুলিয়ারচর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইয়াছির মিয়া।

তাড়াইল উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন।

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ সোহেল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top