রাজধানীতে ভুয়া মন্ত্রী আটক

ভুয়া মন্ত্রী পরিচয় দিয়ে টাকা আত্মসাৎকারী দুই প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতার দুইজন হলেন, রমাপদ ভট্টাচার্য ওরফে শংকর (৫৫) ও তন্ময় চক্রবর্তী (২০)।

শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে গুলশান ১ নম্বরস্থ গোল চত্ত্বর সংলগ্ন ডিএনসিসি মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১লাখ ১০হাজার টাকাসহ ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, ১টি পোর্টেবল হার্ডডিস্ক, মন্ত্রীর জাল স্বাক্ষরকৃত ‘জরুরি অনুরোধ পত্র’, ব্যবহৃত চেক বই, মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সিল, প্রতারক চক্রের ব্যবহৃত হিসাবের টালি খাতা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং তার পিএস-এর স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া চিকিৎসার সার্টিফিকেট সংযুক্ত করে প্রতারক চক্রের মূলহোতা রমাপদ ভট্টাচার্যের কিড্নী প্রতিস্থাপন করার ঘটনা উল্লেখ করে সুপারিশসহ আবেদন পত্র বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে ডাকের মাধ্যমে পৌঁছে দিত। পরে তারা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটিকে মন্ত্রী বা পিএস-এর মোবাইল নম্বর বলে কথোপকথন ও এসএমএসের মাধ্যমে আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানকে সুপারিশ করত। প্রতিষ্ঠান গুলোও ভুয়া এসএমএসের উপর ভিত্তি করেই সাহায্যের টাকা আবেদনে উল্লেখিত ব্যাংক হিসাব নাম্বারে পাঠিয়ে দিত। এভাবে বিগত সময়ে চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে। সূত্র: আমাদের ‍সময়

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top