ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গতকাল সোমবার ৬ দশমিক ৪ মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে তাতে এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলেও জানা গেছে।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তারা জানায়, সোমবার ভূমিকম্পটি ফিলিপাইনের মাকাতি এলাকায় আঘাত হানে। স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটা ও বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় লুজন দ্বীপে এ ভূমিকম্প হয়।
ইউএসজিএস জানায়, ম্যানিলার উত্তর-পশ্চিমে এই কম্পন টের পাওয়া যায়। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার। পম্পাঙ্গা প্রদেশের গভর্নর জানান, এই ভূমিকম্পে অনেকে নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্লার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর উঠে আসছে।
এর আগে গত ১২ এপ্রিল, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবার একটি ভূকম্পন আঘাত হানে। তাতে কেঁপে ওঠেছিল গোটা ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এই গোটা ভূমিকম্পের তথ্য প্রকাশ করে।