শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ এ। এতে আহত হয়েছেন অন্তত ৪০০ জন।
প্রায় ১০ বছর আগে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে আজকের (২১ এপ্রিল) হামলাটিকে সবচেয়ে হামলা বলে গণ্য করা হচ্ছে।
পুলিশ জানায়, পবিত্র ইস্টার সানডের দিনে শুধুমাত্র কলম্বোর সেন্ট সেবাস্তিয়ানের গির্জায় ৫০ এর বেশি নিহত হয়েছেন।
গণমাধ্যম জানায়, শ্রীলঙ্কার পূর্ব প্রদেশের বাত্তিকালোয়ায় একটি গির্জায় ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এছাড়াও, শাংগ্রি-লা কলম্বো, কিংসবারি হোটেল এবং সিনামন গ্র্যান্ড কলম্বো নামের তিনটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ হয়েছে। তবে সেখানে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় নিহতের মধ্যে নয়জন বিদেশি রয়েছেন।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও গৃহযুদ্ধের সময় তামিল হামলায় প্রায়শই কেঁপে উঠতো কলম্বো।
বোমা বিস্ফোরণের পরপর দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন।