ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসআই আজাদ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদক, ইভটিজিং, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় ঢাকা রেঞ্জে (ঢাকা বিভাগের) ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন সোনারগাঁও থানার উপ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ।
মঙ্গলবার অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদের হাতে এ পুরষ্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি(অপ্স এন্ড ইন্টিঃ) মোঃ আসাদুজ্জামান ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপার।

এস আই আজাদ বলেন, আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে পুলিশ ও জনতার মেলবন্ধনের বিকল্প নেই। সে উদ্দেশ্যেই সোনারগাঁও থানা এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূল করতে জিরো টলারেন্স হিসেবে সচেষ্ট ছিলাম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top