ফেনী সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছে মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন।
রোববার বেলা সাড়ে তিনটার দিকে এই দুই আসামিকে জ্যেষ্ঠ বিচারক হাকিম জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। উক্ত আদালতে পর্যায়ক্রমে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবার কথা জানা গেছে।
উল্লেখ্য ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদরাসা ক্যাম্পাসে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। টানা ৫ দিন মৃত্যুর সাথে লড়ে গত ১০ এপ্রিল তার মৃত্যু হয়। মামলার তদন্তভার পিআইবির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।