স্টাফ রিপোর্টার : ‘‘নারীর নিরাপত্তা চাই রাজপথে নেমে প্রতিবাদী হেন’’ এই শ্লোগানে ফেনীর সোনাগাজীর চাঞ্চলক্যর নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বিক্ষুদ্ধ ময়মনসিংহবাসীর ব্যানারে নুসরাত হত্যার বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ময়মনসিংহবাসী।
মানবন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাদেক খান মিল্কী টজু, কমিউনিষ্ট পার্টির নেতা এডভোকেট এমদাদুল হক মিল্লাত ও মহিলা পরিষদ সভানেত্রী হেলেনাসহ প্রমুখ বক্তব্য রাখেন।